Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৪

এক নজরে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি

টেকসই উন্নয়নে দূরদর্শী এবং দক্ষ জনবলের অভাবপূরণে, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি নবসৃষ্ট আধুনিক প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের রূপনগরে অবস্থিত। প্রতিষ্ঠানটির কার্যক্রম সচিব পদমর্যাদার একজন রেক্টরের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • বিসিএস প্রশাসন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত অন্যান্য ক্যাডারের  জনবলকে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান।
  • প্রশাসন, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ে সরকারি খাতে নিয়োজিত জনবলের দক্ষতা উন্নয়ন।
  • সরকারি বিনিয়োগে Value for Money নিশ্চিত করা।

অবকাঠামো

আন্তর্জাতিক মান অনুযায়ী নির্মিত ২টি বেজমেন্টসহ ১৩-তলা বিশিষ্ট ভবনটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য নিম্নোক্ত সুবিধাদি  বিদ্যমানঃ

  • অত্যাধুনিক সরঞ্জামাদি সম্বলিত ক্লাসরুম, কনফারেন্স রুম, সেমিনার হল, ভাষা শিক্ষা ল্যাব   ও অডিটোরিয়াম।
  • আধুনিক জিমনেশিয়াম, নামাজের স্থান, বিনোদন রুম, এবং সুইমিং পুল।
  • ডে-কেয়ার সেন্টার, বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার, বিশুদ্ধ পানির নলকূপ।
  • ফোর্স ভেন্টিলেশন এবং স্পেশাল লাইট ফিটিংস।

প্রশিক্ষণ কার্যক্রম

Core training

  • Leadership and strategic management for Joint Secretary and equivalent officials.
  • Sustainable Development and Project Management for Senior Assistant Secretary and Deputy Secretary or equivalent officials.
  • Development Administration for Assistant Commissioner or equivalent officials.

Other training

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি।
  • নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ তৈরি এবং দুর্নীতি প্রতিরোধ।
  • সরকারি ক্রয় এবং গভর্নেন্স বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ।
  • দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে প্রশিক্ষণ কর্মসূচি।
  • অনুষদ সদস্যদের বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ।

গবেষণা এবং প্রকাশনা 

একাডেমিটিতে প্রশাসন, উন্নয়ন ও গভর্নেন্স বিষয়ে গবেষণা পরিচালনা এবং একাডেমিক জার্নাল, বই, ও ম্যাগাজিন প্রকাশ করার জন্য প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান।

নেতৃত্ব ও চিন্তাশালা  

  • প্রতিষ্ঠানটি সরকারিখাতে উন্নয়ন কাজে নিয়োজিত জনবলের মধ্যে কৌশলগত দক্ষতাসম্পন্ন দূরদর্শী নেতৃত্ব  বিকাশে অঙ্গিকারাবদ্ধ।   
  • সরকারি উন্নয়ন খাতে নীতি সংস্কার, কৌশল গ্রহণ ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে একাডেমিটি একটি চিন্তাশালা (Think Tank) হিসেবে কাজ করার জন্য উপযুক্ত।
  • প্রশাসন ও উন্নয়ন বিষয়ে নীতিমালা এবং কৌশল প্রনয়নে সরকারকে সুপারিশ প্রদানে সক্ষম।

বিশেষায়িত প্রতিষ্ঠান

বিশেষায়িত বিষয়ে উন্নত প্রশিক্ষন প্রদান করে সরকারিখাতে উন্নয়ন কাজে নিয়োজিত জনবলের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি উল্লেখযোগ্য ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।