ড. মোঃ সহিদউল্যাহ বর্তমানে ন্যাশনাল একাডেমি ফর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা। এই পদে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং এবং ট্রেনিং (সিপিটি) উইং-এর উইং প্রধান এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. মোঃ সহিদউল্যাহ ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), আরডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব।
ড. মোঃ সহিদউল্যাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। প্রশিক্ষণ, উচ্চশিক্ষা এবং গবেষণার প্রতি তাঁর গভীর আগ্রহ তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনে অনুপ্রাণিত করে। তাঁর গবেষণার বিষয় ছিল “মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন: গ্রামীণ বাংলাদেশের দরিদ্র নারীদের ওপর একটি গবেষণা।”
ড. মোঃ সহিদউল্যাহ বাংলাদেশ এবং বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন:
বাংলাদেশে প্রাপ্ত প্রশিক্ষণঃ
বিদেশে প্রাপ্ত প্রশিক্ষণঃ
ড. ফরিদা ইয়াসমিন ড. মোঃ সহিদউল্যাহর সহধর্মিণী। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের গর্বিত পিতা।