Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৪

ড. মোঃ সহিদউল্যাহ-এর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত

ড. মোঃ সহিদউল্যাহ বর্তমানে ন্যাশনাল একাডেমি ফর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা। এই পদে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং এবং ট্রেনিং (সিপিটি) উইং-এর উইং প্রধান এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. মোঃ সহিদউল্যাহ ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), আরডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব।

ড. মোঃ সহিদউল্যাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। প্রশিক্ষণ, উচ্চশিক্ষা এবং গবেষণার প্রতি তাঁর গভীর আগ্রহ তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনে অনুপ্রাণিত করে। তাঁর গবেষণার বিষয় ছিল “মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন: গ্রামীণ বাংলাদেশের দরিদ্র নারীদের ওপর একটি গবেষণা।”

ড. মোঃ সহিদউল্যাহ বাংলাদেশ এবং বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন:

বাংলাদেশে প্রাপ্ত প্রশিক্ষণঃ

  • বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্স
  • বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে ফাউন্ডেশন ট্রেনিং এবং অ্যাডভান্সড কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এসি‌এডি)

বিদেশে প্রাপ্ত প্রশিক্ষণঃ

  • Mekong Institute, Khon Kaen, Thailand থেকে টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ।
  • AIT, Thailand এবং the University of Malaya, Kuala Lumpur, Malaysia থেকে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ।
  • Jiangxi College of Foreign Studies, Nanchang, China থেকে নবায়নযোগ্য শক্তি, পরিবেশ এবং স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ।
  • ALSTOM, Birr, Switzerland থেকে পাওয়ার প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ।
  • জার্মানিতে গভর্নেন্স, প্রকল্প ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আলোচনা কৌশল প্রশিক্ষণ।
  • ভারতের হায়দরাবাদে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া থেকে সুশাসন ও কার্যকরী জনপ্রশাসন বিষয়ে বাংলাদেশি সিভিল সার্ভেন্টদের সক্ষমতা উন্নয়ন কর্মসূচি।
  • আইটিসি, আইএলও, ইতালিতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ।

ড. ফরিদা ইয়াসমিন ড. মোঃ সহিদউল্যাহর সহধর্মিণী। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের গর্বিত পিতা।